ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম বাদশা আলম বিএ’র সহধর্মিণী বেগম সরোয়ার জাহান বুধবার দিনগত রাত পৌনে ৪টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ পুত্র, ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ আসর নাজিরহাট জে. এম আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে পরিবারিক করবস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক এমপি মাজহারুল হক শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। খবর বিজ্ঞপ্তির।