চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম চৌধুরী দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল সন্ধ্যায় চসিক নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নন্দনকানন্থ বাসভবনে গিয়ে তার হাতে প্রত্যাহারপত্র জমা দেন। এসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু উপস্থিত ছিলেন।
এই ব্যাপারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আজাদীকে জানান, সাইফুল আলম চৌধুরী দলের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। একই সাথে তিনি দলীয় কাউন্সিলর প্রার্থীর প্রতি সমর্থন জনিয়েছেন।