সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ সৃষ্টির সিরিজ টাইগার নারীদের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন বেশ ব্যস্ত। একের পর এক সিরিজ খেলে যাচ্ছে। কিন্তু সাফল্যটা তেমন ধরা দিচ্ছেনা। তারপরও বাংলাদেশের নারী ক্রিকেট ক্রমশ এগিয়ে যাচ্ছে। তাইতো এখন নারী দলের সিরিজ স্পন্সর করতে এগিয়ে আসছে নানা প্রতিষ্ঠান। এবারের বাংলাদেশআয়ারল্যান্ড সিরিজের স্পন্সর হয়েছে স্কয়ার গ্রুপের দুই পণ্য। তাই সিরিজের আনুষ্ঠানিক নাম ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন’স টুর অফ বাংলাদেশ, পাওয়ার্ড বাই রুচি। প্রতিপক্ষ বিবেচনায় এটি বড় সিরিজ না হলেও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ লড়াই এটি। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তলানির দিকে আছে নিগার সুলতানার দল। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইরিশদের বিপক্ষে সবকটি ম্যাচে জয় খুবই জরুরি। স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথাই বললেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার। আগামী সেপ্টেম্বরঅক্টোবরে ভারতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। আট দলের আসরে সরাসরি জায়গা পাবে ছয় দল। স্বাগতিক ভারতের সঙ্গে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্য শীর্ষ পাঁচ দল সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপে। বাকি দুই দল নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে। ছয় দলের বাছাইপর্বে উইমেন’স চ্যাম্পিয়নশিপের নিচের সারির চার দলের সঙ্গে থাকবে র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ দুই দল।

১০ দলের উইমেন’স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন ৯ নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। সিরিজ বাকি আছে আর দুটি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে। কাজটা তাই ভীষণ কঠিন। সম্ভাবনা কিছুটা জিইয়ে রাখতে হলেও তাই আইরিশদের বিপক্ষে সবকটি ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বললেন হাবিবুল বাশার। তিনি বলেন আমাদেরর এখন আর ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি। ছয়টি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমরা এখনই সব ম্যাচ নিয়ে ভাবছি না। আপাতত এই সিরিজটি নিয়েই ভাবছি। যেহেতু ঘরের মাঠে খেলছি, এখানে বাড়তি সুবিধা থাকবে আমাদের। আমরা তিনটি ম্যাচই জিততে চাই। এটাই প্রাথমিক লক্ষ্য। স্নায়ুর চাপ একটু থাকবে। যেহেতু পারফর্ম করার চাপ আছে। সেটা খুব স্বাভাবিকই। এখনও পর্যন্ত মেয়েদের দেখে মনে হয়েছে তারা প্রতিজ্ঞাবদ্ধ। সবাই ভালো করতে চায়। বিশ্বকাপ তো সবাই খেলতে চায়। ঘরের মাঠে যেহেতু খেলা, আশা করি ভালো কিছুই হবে। ঘরের মাঠের সুবিধা নিতেই হয়তো ওয়ানডে সিরিজের তিন ম্যাচই রাখা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ধারণা করা যেতে পারে, মন্থর ও টার্নিং উইকেট থাকবে আইরিশ মেয়েদের বিপাকে ফেলতে। আগামীকাল শুক্রবার ঢাকায় পা রাখবে আইরিশরা। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ সিলেটে। ম্যাচ তিনটি হবে ৫, ৭ ও ৯ ডিসেম্বর। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। সেটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আইরিশরা বাংলাদেশে আসছে প্রথমবার। এখনও পর্যন্ত দুই দলের ছয় ওয়ানডেতে বাংলাদেশের জয় তিনটি, হার একটি। পরিত্যক্ত হয়েছে অন্য দুই ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধমার্তিনেসের অসাধারণ গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধজিয়া ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে দেশের ক্রীড়াঙ্গন উৎসবমুখর হবে