সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ গত ২৫ ডিসেম্বর মো. নুরুল আমিনের সভাপতিত্বে সরাইপাড়া প্রাণহরি দাশ রোডে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এম শওকত আলী, এ বি এম লুৎফুল হক খুশী, এড. আরশাদ হোসেন, ডা. মো. নুরুল ইসলাম, মো. আমিনুল হক সওদাগর, মো. ইসলাম খান, মো. আবু সৈয়দ খান, সালাউদ্দিন কামরুল, আলমগীর আলম, মুজিবুর রহমান, সেলিম সওদাগর, ফোরকানুল আলম রানা, শেখ রাজিব আহম্মেদ, আব্দুল মান্নান, সাইফুল হাবিব, জাহাংগীর বেগ, হোসেন আহমেদ কিরণ, শাহাদাত উল্ল্যাহ নওশাদ, আ্জাদ হোসেন, মো. আশরাফ, মো. আলমগীর, ইব্রাহিম রিফাত, ফারুক মিয়া টিটু, মো. জসিম, মো. মাসুদ মিয়া, জহিরুল ইসলাম, মো. নেওয়াজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।