সরাইপাড়ায় জামায়াত প্রার্থী অধ্যক্ষ হেলালীর গণসংযোগ

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের রাজনীতিতে মিথ্যা প্রতিশ্রুতির যে ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা তার কবর রচনা করতে চাই। আমরা প্রতিশ্রুতির রাজনীতি নয়, ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করবো।

গতকাল শুক্রবার সরাইপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সকলকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন নুরুল আলম,আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, এডভোকেট জোবায়ের, অ্যাড. মাহাবুবুল আলম, আবুল হাসেম চৌধুরী, নুরুল ইসলাম নুরু, মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের আমিরের সফরে চট্টগ্রাম আবার জেগে উঠবে
পরবর্তী নিবন্ধজনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে