১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ডে গতকাল সোমবার সকালে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম–১০ আসনের জনগণ তাদের হারানো অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এবার ঐক্যবদ্ধ। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লায় ভোট দিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ১২ নম্বর সরাই পাড়া, ৪০ কোয়ার্টার, পাহাড়তলী বাজার, সিঙ্গেল কলোনী, গণসংযোগ ও প্রচারণা করেন। প্রেস বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।












