মধ্যম সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সমগ্রী বিতরণ গত ১০ জুন অনুষ্ঠিত হয়। মধ্যম সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি মনসুরুল হকের সভাপতিত্বে ও শাহজাহান সাজুর সঞ্চানায় এতে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মোখলেছুর রহমান, লায়ন এম শওকত আলী, এবিএম লুৎফুল হক খুশি, আবু সৈয়দ খান, মুজিবর রহমান, আলমগীর আলম. সাইফুল হাবিব, হান্নান খান, ইমাম হোসেন, এমরান হোসেন, সাইদুল হাবিব.নুরুল আজিম. হোসেন আহমদ কিরন, দিদার, কামাল, সিরাজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।