সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গত সোমবার ১৭ ফেব্রুয়ারি কলেজ মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ এডহক কমিটির সদস্য মো. আবু মুসা ও দিদারুর রহমান। পরে অতিথিরা গোলক নিক্ষেপ করে ক্রীড়া ইভেন্ট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহিদা বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার ও মিসেস বিলকিস আরা। এছাড়া ক্রীড়া কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক কাজী মীর হোসেনসহ কলেজের সকল শিক্ষক–শিক্ষিকা উপস্থিত থেকে ক্রীড়া পরিচালনায় দায়িত্ব পালন করেন। উদ্বোধনের পর স্নাতক, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র –ছাত্রীদের বেশ কিছু ক্রীড়া ইভেন্ট সম্পন্ন হয়, অবশিষ্ট ইভেন্টগুলো দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।