সরস জঞ্জাল শাহীন মাহমুদ | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ ধাবমান নীরস জীবন চলছে সরস জঞ্জালে উলঙ্গ বৈদ্যুতিক খুঁটি চিরবন্ধ্যা ওয়াসামুখ মাটি খুঁড়ে উইপোকা অদ্ভুত এক সরস জঞ্জাল এ নগর আমার বাস্তুভিটা আমার হোল্ডিং ট্যাক্স আমার ওয়াসা বিল আমার শ্রীহীন অকার্যকর নর্দমাটিও আমার তাইতো– সয়ে যায় সব সরস জঞ্জাল।