সরস্বতী পূজায় বিদ্যা দেবীর আরাধনা

আজাদী ডেস্ক | শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা গতকাল সাড়ম্বরে চট্টগ্রামসহ সারাদেশে উদযাপিত হয়েছে। বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আশীর্বাদ নিয়েছেন অগণিত ভক্ত ও শিক্ষার্থী। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর এই আরাধনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিকা ছড়িয়ে দিতে শিক্ষার্থীরা দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয়, বাওয়া স্কুল, কাজেম আলী স্কুল ও কলেজ, চেরাগী পাহাড়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নগরীর অলিগলিতে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। সকালে মাঙ্গলিক পূজা, পুষ্পাঞ্জলি সম্পন্নের পর পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। বক্তব্য দেন, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের কার্যকরী সভাপতি আয়ান শর্মা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, মহানগর পূজা পরিষদের সহ সভাপতি প্রদীপ শীল,

কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, পরিষদের যুগ্মসম্পাদক অ্যাড. নটু চৌধুরী, মহানগর জন্মাষ্টমীর সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস, পূজা পরিষদের সহসম্পাদক রিপন রায় চৌধুরী, অধ্যাপক অসীম কুমার দে, সবুজ দাশ, প্রিয়তোষ বল,অয়ন ধর, রাসেল দত্ত প্রমুখ। মধ্যাহ্নে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। শুভেচ্ছা বক্তব্য দেন, পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ। অতিথি ছিলেন ডিসি হেডকোয়ার্টার মো. ফেরদৌস চৌধুরী, এডিসি দক্ষিণ মাহমুদুল হাসান, পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সহসভাপতি প্রদীপ শীল, অঞ্জন দত্ত, রিপন রায় চৌধুরী, অধ্যাপক অসীম কুমার দে, অসীক দত্ত, পরিমল দেব, সঞ্জীত বৈদ্য, কুশন সেন, কোতয়ালী থানা পূজা পরিষদের সভাপতি লিটন কুমার শীল, রাসেল দত্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে উড়িয়ে শিরোপার আরো কাছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ