বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নগরীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিদ্যাদেবীর কৃপা লাভের আশায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরে ঘরে বুধবার পূজার আয়োজন করা হয়। সকালে পূজা শেষে ভক্তদের দেওয়া হয় অঞ্জলি। বিতরণ করা হয় প্রসাদ।
সরস্বতী পূজাকে কেন্দ্র করে নগরীতে ছিল উৎসবের আমেজ। পাড়ায় পাড়ায়, অলিগলিতে পূজামন্ডপে পূজার্থীরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দিয়েছেন। দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয়েছে অনেক স্থানে।
রামকৃষ্ণ মিশন, তুলসীধাম, চট্টেশ্বরী কালী মন্দির, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির, জামালখান, নালাপাড়া, পাথরঘাটা, গোসাইলডাঙাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হয়। জেএমসেন হলে পূজার আয়োজন করেছে পাঁচটি প্রতিষ্ঠান। বিভিন্ন মঠমন্দিরে পূজা উপলক্ষে বর্ণিল সাজসজ্জা করা হয়েছে। মন্ডপে মন্ডপে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।