সরলে মসজিদের পরামর্শ সভায় সংঘর্ষ, আহত ১৫

মোতোয়াল্লি নিয়ে বিরোধ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরল ইউনিয়নের মিনজীরিতলা এলাকায় শাহ জয়নুল আবেদীন সুফী জামে মসজিদের মোতোয়াল্লি নিয়ে বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্ক্ষাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত মঙ্গলবার রাতে সামাজিকভাবে মোতোওয়াল্লি নিয়ে বৈঠকের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, সরল ইউনিয়নের মিনজীরিতলা এলাকায় শাহ জয়নুল আবেদীন সুফী জামে মসজিদের ওয়াকফ এস্টেটের মোতোওয়াল্লি নিয়ে চলমান বিবাদের সুরাহা করার জন্য মঙ্গলবার রাতে এক পরামর্শ সভার আহ্বান করা হয়। সভার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহমদ কবির (২৬), সুফি আলম (৫৫), মো. ফারুক (১৬), আবদুর রহমান (২৫), মজিবুর রহমান (২৩), মিনহাজুর রহমান (১৮), মো. আবু হানিফ (৬৫), মোহাম্মদ আলী (৪৭), দুলা মিয়া (৭৫), আলী মিয়া (৭৭), মো. ইমরান (১৬), মোহাম্মদ হেলাল আহত হয়। তাদের মধ্যে আহমদ কবিরের অবস্থা আশঙ্ক্ষাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে শাহ জয়নুল আবেদীন সুফী জামে মসজিদের ওয়াকফ এস্টেটের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মনিরুল ইসলাম আশরাফী বলেন, মসজিদের অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে কিছু বহিরাগত মুসল্লিদের উপর হামলা করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, চিকিৎসার কাজে থানার বাইরে রয়েছি। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।

পূর্ববর্তী নিবন্ধগোপনে সিল মারার অপসংস্কৃতি টিকিয়ে রাখতে ইভিএমে বিএনপির ভয় : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅডিও ফাঁসের তদন্ত প্রতিবেদন জমা