সরলে পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত ৫

বাঁশখালী প্রতিনিধি  | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামে পাগলা কুকুরের কামড়ে বেশ কয়জন শিশু ও গৃহবধু গুরুতরভাবে আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৫ শিশু ও গৃহবধুকে উন্নত চিকিৎসার জন্য ফৌজদার হাট হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্থানীয় সমাজকর্মী নজরুল ইসলাম খান জানান। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় রাতে। পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন সরলের ৪নং ওয়ার্ডের কাহারঘোনা গ্রামের নওশা বর বাড়ির আজগর হোসেনের শিশু কন্যা জন্নাতুল ফেরদৌস (), লালখান পাড়ার মোস্তফ আলীর শিশু কন্যা কলি আক্তার (),সাগের উল্লাহের পুত্র সোবহান সাফায়েত সাদ(), হারুনুর রশিদের পুত্র মোহাম্মদ রামিম(১০)ও মোস্তাক আহমদের স্ত্রী রোজি আক্তার (২৫)

উপরোক্ত ৪ জনকে ফৌজদার হাট হাসপাতালে প্রেরন করা হয়। গতকাল শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা সেখানে চিকিৎসাধীন বলে পারিবারিক সূত্রে জানা যায় ।

পূর্ববর্তী নিবন্ধঢাকাকে হারিয়ে শুভ সূচনা চট্টগ্রাম বিভাগের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মৎস্য দপ্তরের মাঠ দিবস ও উপকরণ বিতরণ