বাঁশখালীর সরল ইউনিয়নে তারুণ্যের শক্তি এসো দেশ বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৃথিবী বদলাই–এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার গতকাল ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সরল ইউনিয়ন পরিষদের সচিব মো. হারুনুর রশিদের সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা আনসার কর্মকর্তা রানা দাশ, উপ–সরকারী কৃষি কর্মকর্তা মিসবাউল হক। বক্তব্য রাখেন রোকসানা আকতার, মোহাম্মদ আলমগীর চৌধুরী, নুর মোহাম্মদ, আবুল বশর, অধ্যক্ষ মাওলানা আহমদ কবির, মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ মিসবাহ, মাওলানা কলিমুর রশিদ, মাওলানা শফিউল আলম, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ ছগির, সৈয়দ আনিসুল হক মিঠু, শহিদুল ইসলাম মাসুদ, শামসুল ইসলাম, মাষ্টার মোহাম্মদ হেলাল, শফিকুর রহমান, মোহাম্মদ আরকান, মো. তারেক, মোহাম্মদ হোছাইন প্রমুখ।