বাঁশখালীর সরল ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার সকালে পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৪০ হাজার টাকা, ৫০ কেজি চাউল, ডাল, তেল, শিশু খাদ্য ও কম্বল প্রদান করা হয়। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত সোমবার রাত ১০টায় বাঁশখালীর সরল ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মিনজীরিতলা এলাকার আশিঘর পাড়ায় সিরাজুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে সিরাজুল হকের চার পুত্র মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ইছহাক ও নুরুল হকের পুত্র আবুল কাসেমের বাড়ি পুঁড়ে ছাই হয়ে যায়। এ সময় মোহাম্মদ ইদ্রিসের দুই সন্তান ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে নিহত হয়। তাছাড়া এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।