সরবরাহ বাড়ায় সবজির দাম নিম্নমুখী

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:২২ পূর্বাহ্ণ

সরবরাহ বাড়ার কারণে নগরীর কাঁচা বাজারগুলোতে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজির দাম কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহের আবহাওয়া অনুকূলে থাকায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সবজি আসার পরিমাণ বেড়েছে। এছাড়া চট্টগ্রামের উপজেলা থেকে নগরীতে সবজি আসার হার বেড়েছে। ফলে দামও কমছে।

নগরীর কাজীর দেউড়ি ও চকবাজারের কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে আগাম শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকায়, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা, মুলা ৮০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৬০৭০ টাকা, কাকরল বিক্রি হচ্ছে ৮০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৭০ টাকা, কচুর লতি ৭০ টাকা, চিচিঙ্গিা ৬০ টাকা, তিতা করলা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, বেগুন ১২০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা, ঢেঁড়স ৮০ টাকায়।

কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আজম জানান, বাজারে সবজির সরবরাহ আগের তুলনায় বেড়েছে। তাই দাম কমছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০
পরবর্তী নিবন্ধটেকনাফে বিএনপি নেতাকে জবাই করে হত্যা