সরফভাটা সমিতি চট্টগ্রাম এর আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সম্মাননা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. মুহাম্মদ হাশমত আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের প্রফেসর এবং সরফভাটা সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক আতাউল করিম চৌধুরী, সরফভাটার সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল কাদের তালুকদার, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আরিফুল হাসান চৌধুরী, সাবেক সভাপতি আবদুল করিম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, মেমন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শফিউল আজম, জাফর আহম্মদ তালুকদার, আবদুল মান্নান প্রমুখ।
উপস্থিত ছিলেন সরফভাটা সমিতির সদস্য মোহাম্মদ ইকরাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান, ক্রীড়া সম্পাদক জাসেদ চৌধুরী, সদস্য প্রভাষক রহমত উল্লাহ্, সহ অর্থ সম্পাদক তানবিরুল করিম, সদস্য আরিফুর হক চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির প্রধান নাজের চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী সুজা ও প্রচার সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী।
এর আগে সরফভাটার প্রত্যেকটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা গ্রহণের সাথে সাথেই উত্তরপত্র মূল্যায়ন করে অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
এতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সরফভাটার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধিত করা হয়।