রাঙ্গুনিয়ার সরফভাটায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের এই টুর্নামেন্টটি সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় রাত ৩টায়। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রোবেলের সার্বিক তত্ত্বাবধানে এবং আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেয় রাউজান রাঙ্গুনিয়ার ১৬টি ক্রিকেট দল। যেখানে ফাইনালে সরফভাটা অগ্নিশিখা ক্রিকেট একাদশকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রাউজান ক্রিকেট একাদশ। খেলার বিভিন্ন পর্যায়ে অতিথি হিসেবে অংশ নেন রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম উত্তরজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নেতৃবৃন্দ। শেষে বিজয়ী ও বিজিতদের ট্রফিসহ ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।












