সরঞ্জামসহ ছয় জুয়াড়ি আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নগরের ওয়াসা মোড়ের মুনতাসীর ভবন থেকে সরঞ্জামসহ ছয় জুয়াড়িকে আটকে করেছে খুলশী থানা পুলিশ। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হচ্ছেন মো. ফারুক আলম, মফিজুর রহমান, মো. আইয়ুব আলী, মো. শাহাজাহান, মো. জাহেদ হোসেন ও শাওন হোসেন। আবদুর রাজ্জাক নাম আরেকজনকে আটক করলেও বয়স্ক ও হাঁপানি রোগী হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে সহশিক্ষা কার্যক্রম উৎসব
পরবর্তী নিবন্ধমেখল ইউপির ৯ নং ওয়ার্ডের উপনির্বাচন আজ