সরছেন মাস্ক, কর্তৃত্ব পুনর্দখলে প্রস্তুত ট্রাম্পের মন্ত্রিসভা

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফেশিয়েন্সি থেকে ইলন মাস্ক সরে দাঁড়ানো মাত্র সেখানকার কর্মীদের প্রভাব কমিয়ে এনে বাজেট ও সরকারি কর্মীবহরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফের নিজেদের হাতে তুলে নিতে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা প্রস্তুত। খবর বিডিনিউজের। বিষয়টি সম্বন্ধে সরাসরি জ্ঞাত দুটি সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই এক নির্বাহী আদেশে ট্রাম্প সরকারি ব্যয় কাটছাঁট ও কর্মীবহর ছোট করে আনতে এই ডিওজিই প্রতিষ্ঠা করেন এবং তার বিলিয়নেয়ার সহযোগী মাস্ককে তার দায়িত্ব দেন। দায়িত্ব পাওয়ার পর মাস্ক এ পর্যন্ত অসংখ্য মন্ত্রণালয় ও ফেডারেল বিভাগের হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছেন, অসংখ্য চুক্তি বাতিল করেছেন এবং মার্কিনিদের দেওয়া ফেডারেল সরকারের সেবার পরিমাণ কমিয়ে এনেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এ মালিক মঙ্গলবার বলেছেন, নিজের ধুঁকতে থাকা গাড়ি কোম্পানি টেসলার প্রতি মনোযোগ বাড়াতে এখন থেকে সপ্তাহে কেবল এক বা দুইদিনই সরকারি কাজে সময় দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। বিশেষ সরকারি কর্মী হওয়ায় মেতে তার দায়িত্ব শেষ হবে বলে মনে করা হচ্ছিল, তিনি দায়িত্ব কমালে বা পুরোপুরি ছেড়ে দিলে ডিওজিইর কাজের ভবিষ্যৎ কী দাঁড়াবে তা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠছে। সরকারি ব্যয় কমাতে ডিওজিই যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে, তা হোয়াইট হাউসের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করলেও মাস্ক তা সামাল দিতে পেরেছেন। যদিও অনেক মন্ত্রীই মনে করছেন, তাদের নিজের মন্ত্রণালয়ের নিয়োগ ও ছাঁটাইয়ের ক্ষমতায় ডিওজিই হস্তক্ষেপ করছে।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা
পরবর্তী নিবন্ধচরম উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের