আনোয়ারার তৈলারদ্বীপে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পশুর বাজার নামে পরিচিত সরকার হাট ৫ কোটি ১২ লাখ টাকায় ইজারা সম্পন্ন হয়েছে। গত বুধবার আনোয়ারা উপজেলা পরিষদে হাট বাজার ইজারা সম্পন্ন হয়। এ বছরও সর্বোচ্চ দামে সরকার হাটের ইজারা লাভ করেন ক্যাপ্টেন নুর মুহাম্মদ।
একই সাথে উপজেলার ১৯টি বাজারের মধ্যে ১৫টি বাজার ইজারা সম্পন্ন হয়েছে। ৪টি বাজারের জন্য কোনো দরপত্র জমা না পড়ায় ইজারা হয়নি।
জানা যায়, এ বছর সরকার হাটের জন্য ৫ কোটি ১০ লাখ সরকারি মূল্য নির্ধারণ করা এবং ৫ কোটি ১২ লাখ টাকায় ইজারা হয়। এছাড়া বাকি ১৮টি হাট–বাজারের মধ্যে ১৪টি ইজারা হয়েছে। তারমধ্যে বৈরাগ মহালখান বাজার ১৪ লাখ ৫০ হাজার টাকায়, বারশত কালীবাড়ি বাজার ৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকায়, বারশত মিন্নত আলী দোভাষীর হাট ১১ লাখ ৬৫ হাজার, পারকির হাট ১২ হাজার টাকায়, রায়পুর জইদ্দের হাট ১ লাখ ৬০ হাজার টাকায়, ওয়াহেদ আলী চৌধুরী মুন্সির হাট ৬ লাখ ৭৬ হাজার টাকায়, দোভাষীর হাট ৪ লাখ ৩১ হাজার টাকায় ইজারা হয়। উপজেলার হাট–বাজারের মধ্যে চাতরী চৌমুহনী বাজার, কেবি সত্তার হাট, ফকিরহাট, মামুরখাইন বাজার প্রথম ধাপে ইজারা হয়নি। সরকার হাট বাজারের ইজারাদার ক্যাপ্টেন নুর মুহাম্মদ জানান, করোনাকালীন ও পরবর্তী বছরগুলোতে সরকার হাট ইজারা নিয়ে ব্যাপক লোকসান করি। তারপরও এলাকার বাজার হিসেবে ক্রেতা বিক্রেতাদের সহায়তা করার জন্য এ বছরও সরকার হাট বাজারের ইজারা নিলাম।