সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে

ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণে নদভী এমপি

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল সোমবার মহানগরীর চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কার্যালয়ে লোহাগাড়া উপজেলার ক্যান্সার আক্রান্ত রোগীদের পঞ্চাশ হাজার টাকা করে নগদ চিকিৎসা ব্যয়ের চেক বিতরণ করেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম পি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছন। তিনি দেশব্যাপী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে কাছে সরকারি অনুদানের চেক পৌঁছানোর ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে সবসময় আছেন এবং থাকবেন আজীবন- কথা ও কাজের মাধ্যমে তিনি তা প্রমাণ করেছেন।

নদভী এমপি চেক বিতরণ শেষে ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে উপহার হিসেবে আম বিতরণ করেন। মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য মো. আরমান বাবু, লোহাগাড়া সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মো. নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধআজ শিল্পকলায় সবারে করি আহ্বান শীর্ষক অনুষ্ঠান