বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। গতকাল বিকালে হাটহাজারীর শ্রী শ্রী পুন্ডরীক ধামে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুন্ডরীক ধাম সড়ক তোরণ উদ্বোধন ও পুন্ডরীক ধাম সমাধী সড়ক তোরণ উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পুন্ডরীক ধামের অধ্যক্ষ ও চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল আলম, হাটহাজারী হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌবিন্দ মহাজন, চট্টগ্রাম মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামীম, পুন্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অশোক নাথ, হাটহাজারী জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী প্রমুখ।
এ সময় ব্যারিস্টার আনিস বলেন, এই বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষের। এখানে কে হিন্দু কে মুসলমান সেই চিন্তা করা হয় না। তাই নিজেদেরকে ছোট বা সংখ্যালঘু মনে করবেন না। কোনো হীনন্মন্যতায় ভুগবেন না। কারণ মহান স্বাধীনতা যুদ্ধে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করেছে। আর পুন্ডরীক ধাম হচ্ছে একটি ঐতিহ্যবাহী ধাম। যেখানে সারাবিশ্ব থেকে মানুষ আসে সৃষ্টিকর্তার কৃপা লাভের জন্য। কিন্তু দেশে কিছু ধর্মান্ধ মানুষ রয়েছে। যারা সুযোগ বুঝে অন্য ধর্মের উপর হামলা করে। তাদের সংখ্যা কিন্তু খুবই কম। তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। হাটহাজারীর মানুষ শান্তিপ্রিয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এই শান্তি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।












