ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মাবলম্বীদের নিজ ধর্মীয় সামাজিক আচরণাদি পালনে সমঅধিকার প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারও সংবিধানে ধর্মনিরপেক্ষতা যুক্ত করেছেন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণে বর্তমান সরকার সমঅধিকার বাস্তবায়ন করেছে।
গতকাল শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বড়ুয়া পাড়া গ্রামে জীবনানন্দ মহাথেরোর প্লাটিনাম জয়ন্তী ও ইদ্দিপঞ্ঞা থের’র মহাথের বরণ উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সমাপনী দিনে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন। বেতাগী সার্বজনীন রত্নাঙ্কুর বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথের। সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ড. প্রণব কুমার বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, স্বাধীনতা পদক প্রাপ্ত অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এবং চট্টগ্রাম ইউনির্ভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, অভয়ানন্দ মহাথের, শাসনবংশ মহাথের, শাসনরত্ন সুমিত্তানন্দ থের, ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য আকতার হোসেন খান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম, ডা. মৃদুল চৌধুরী, অনুষ্ঠান উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি কমল বরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক দোলন বড়ুয়া, মহাসচিব বিপ্লব বড়ুয়া প্রমুখ। ধর্মদেশক ছিলেন বিদর্শনাচার্য্য নন্দবংশ মহাথের, জ্ঞানানন্দ মহাথের, ধর্মানন্দ মহাথের, বিপস্সী মহাথের, সোভিতানন্দ মহাথের, শাসনপ্রিয় মহাথের, বনশ্রী মহাথের, রত্নশ্রী মহাথের, অভয়ানন্দ মহাথের।