সরকার সকল ধর্মের উন্নয়নে অর্থ বরাদ্দ রেখেছে

রাঙামাটিতে আন্তঃধর্মীয় সভায় ধর্ম প্রতিমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৯:২৪ পূর্বাহ্ণ

৭ মার্চ রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম হলে আন্তঃধর্মীয় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার দেশের সকল জেলা উপজেলায় মসজিদ করার জন্য ৯ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। প্রতি উপজেলায় একটি মডেল মসজিদ করার জন্য ১৪ কোটি এবং জেলা সদরে একটি মসজিদ নির্মাণে ১৯ কোটি টাকা ব্যয় হবে। এভাবে দেশে সর্বমোট ৫৬০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। তিনি আশ্বস্ত করে বলেন, প্রত্যেক ধর্মের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছে সরকার। এলাকার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, ডিসি, এসপি এবং উপজেলা পরিষদ সকলে মিলে প্রত্যেক উপজেলায় গিয়ে সকল ধর্মের উন্নয়নের জন্য সরকার কি করছে সে বিষয়ে জনগণকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, বক্তব্য রাখেন রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী, দীপংকর তালুকদার এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, পুলিশ সুপার মীর মোদ্‌দাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়, কাউখালী উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, বরকল উপজেলা চেয়ারম্যান বিধান কুমার চাকমা, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, ফাষ্টার এফতসাংয়া পাংখোয়া, দীপক বিকাশ চাকমা, স্বপন কান্তি মহাজন, মাওলানা আবুল হাসেম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের কারাবন্দী দিবসে মহানগর বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধদেশের ইমেজ সবার আগে : প্রধান বিচারপতি