সরকার শিক্ষা জাতীয়করণের প্রচেষ্টা অব্যাহত রাখবে

বাকশিস চন্দনাইশ উপজেলা সম্মেলনে এমপি নজরুল

| বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চন্দনাইশ উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষার উন্নয়নে অনেক কাজ করেছেন। বাকশিস-এর প্রধান দাবি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ পর্যায়ক্রমে করা হবে। গত ১১ সেপ্টেম্বর বরমা কলেজ মিলনায়তনে বাকশিস, চন্দনাইশ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং বাকশিস পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক স্কোয়াডের উদ্বোধনী সংগীতের পর সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক শিব প্রসাদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, বাকশিস জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বক্তব্য দেন, কমর উদ্দিন সবুর, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, উপাধ্যক্ষ মকছুদর রহমান চৌধুরী, অধ্যক্ষ প্রদীপ কুমার চৌধুরী, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ শিপ্রা সিকদার, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ আবদুল মোমিন, অধ্যাপক তকি উদ্দীন ছবকী, অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শাহেদুল ইসলাম, প্রদর্শক তাজুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন অধ্যাপক সালমা আহসান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যাপক তকী উদ্দীন ছবকীকে সভাপতি, বরমা কলেজের অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বেগম গুলচেমন আরা একাডেমির অধ্যাপক শাহেদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ৩৭ সদস্য বিশিষ্ট বাকশিস, চন্দনাইশ উপজেলা শাখা কমিটি নির্বাচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিদেশি সিগারেট ও ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধসাবেক ব্যাংক পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা