সরকার শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করছে

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার দেশের শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করছে। তার প্রকৃষ্ট প্রমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া। তাছাড়া মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সাথে সংযুক্ত করে মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করার মত উপযোগী করার উদ্যোগ নিয়েছে। কওমি মাদ্রাসায় সনদ পত্র এই সরকারের একটি মহতী উদ্যোগ। তিনি গতকাল শনিবার হাটহাজারী শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবনিযুক্ত শিক্ষকদের বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি শিক্ষার মান উন্নয়ন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। চবি রেল গেইট সংলগ্ন এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রমজান আলী চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম। উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম। শিক্ষক শেলী রানী দে,করবী পাল, মো.জহিরুল ইসলাম ও সৈয়দ আবদুল মাবুদের যৌথ সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর চট্টগ্রামের শিক্ষক ড. মো. শামশুদ্দীন শিশির, পিটিআই রাঙ্গামাটির সুপার এমরানুল ইসলাম মানিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, মোহাম্মদ একরাম উদ্দীন, সাইদা আলম, মুহাম্মদ রুহুল আমীন সবুজ, শামসুল আলম, রুবেল চন্দ্র দাশ, সামশুল আলম সিরাজী, লতিকা রত্মম মান্না, তাসলিমা আকতার কাকলী, মো. ইউনুছ গণি চৌধুরী, মো.আবুল কাশেম, মোহাম্মদ রাশেদ, মো. মঞ্জুরুল আলম চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, সৈয়দ মঞ্জুর আলম, অশোক কুমার নাথ, জুয়েল কান্তি দাশ, মাধব চন্দ্র দাশ, মো.নাজিম উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধচবি এলামনাই এসোসিয়েশনের অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন