সাতকানিয়া মাদার্শা ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আস–সিরাজ ফাউন্ডেশন, অঙ্গীকার এসও বাংলাদেশ, আল নাদিল ইমদাদী আল–ইসলামী, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও তাক্ওয়া ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার দুপুর ২টায় মাদার্শা ইউনিয়নের বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬০০ শীতার্ত ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ধর্ম উপদেষ্টা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শান্তি ও সমপ্রীতি রক্ষায় সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জন্য মানুষের এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামাজিক উন্নয়ন ও সেবার মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান তিনি। নুরে হাবীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব, অঙ্গীকার এসও বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক ইউ.এ. খান, আজ সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর সিরাজ, আন–নাদিল ইমদাদী আল–ইসলামীর প্রতিনিধি মতিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল, সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ, সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ।
সাঈদ আহসান তার বক্তব্যে বলেন, আমাদের ফাউন্ডেশন সর্বাত্মক মানুষের সহযোগিতার জন্য প্রস্তুত। আগামীতে মেডিকেল ক্যাম্পেইন, স্থায়ী হাসপাতাল নির্মাণ, বিনামূল্যে ঔষধ বিতরণ, ইফতার সামগ্রী বিতরণসহ নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা ও প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছি। আশা করছি সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা বৃহত্তর পরিসরে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবো। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক নাঈম আহসান তালহার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সমাজসেবক ও সংগঠক নাজিম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।