হাটহাজারী নাঙ্গলমোড়া শামছুল উলূম ফাজিল ডিগ্রী মাদরাসার বার্ষিক সভা গত ২০ মে অনুষ্ঠিত হয়। আল্লামা সোলায়মান আনসারীর সভাপতিত্বে ও মাওলানা জসিম উদ্দীন আল-কাদেরী ও মাওলানা মো. মজিবুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. হারুনুর রশীদ, অধ্যক্ষ সালেহ আহমদ আনসারী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মো. আমিনুল হক, আলহাজ্ব মো. নুরুল আবছার সওদাগর , ডা. মো. আজম খান, নাঙ্গলমোড়া মুসলিম এতিমখানা পরিচালনা পরিষদ সভাপতি আলহাজ্ব ফরিদুল আলম, সাধারণ সম্পাদক ছৈয়দ মো. আলী আজম, মো. রহিম উদ্দীন রাজু, এনামুল হক এনাম, এড. মোস্তফা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, নীতি নৈতিকতা ও শৃক্সখলাই একজন মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।












