সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে

উত্তর জেলা কৃষকদলের অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন কমিটির সমন্বয়ক এমএ হালিম বলেছেন, সরকার মানুষের গণতন্ত্র, ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রায় বিপন্ন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে তাকে বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল বুধবার কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম কবরে উত্তর জেলা কৃষক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফ। সাধারণ সম্পাদক বদিউল আলম বদরুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কুতুব উদ্দীন বাহার। বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি নাসিরুল কবির, মনির তালুকদার, নাসির উদ্দীন, নুরুল আমিন তালুকদার, জুলফিকার আলী ভুুট্টু, নাসিম উদ্দীন সিকদার, মো. মহিউদ্দীন, শওকত হোসেন মহব্বত, কামাল উদ্দীন, মো. শহিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. জাফর সওদাগর, আবদুল মন্নান, ফরিদ আহম্মদ, মো. তৌহিদুল ইসলাম, জামাল উদ্দীন, আজিজুল হক, আবুল হোসেন, মো. পাশা ও জহুর আহম্মদ। মোনাজাত পরিচালনা করেন মওলানা মোহাম্মদ ইসমাইল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মইনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধউত্তর জেলা তাঁতী লীগের মতবিনিময়