শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, জাতির পিতার স্বপ্ন বাংলাদেশকে একটি তথ্য প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে শেখ হাসিনার সরকার। সারা বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ন্যায় দারিদ্র্য বিমোচনসহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি সাধন করেছে।
বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে পেরেছে আওয়ামী লীগ সরকার। তিনি গত ১৫ এপ্রিল নগরীর চকবাজার ওয়ার্ড মিলনায়তনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর ব্যবস্থাপনায় রমজান মাস উপলক্ষে শিক্ষা উপমন্ত্রীর উদ্যোগে ১৬নং চকবাজার ওয়ার্ডের প্রায় ৬০০ দুস্থ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব মো. তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মো. আনসারুল হক, মো. আমিনুল হক রঞ্জু, মো. মোজাহেরুল ইসলাম চৌধুরী, নাজিম উদ্দীন, মুজিবুর রহমান, চট্টগ্রাম কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের প্রধান ড. রেজাউল করিম চৌধুরী, শিল্পপতি রিয়াজ ওয়াজেদ, মো. নুরুন্নবী, শহীদুল হক মিন্টু, ইমরুল হাসান, সেলিমুর রহমান, কাজল প্রিয় বড়ুয়া, নিজাম উদ্দিন আহাদ, বিপ্লব দে, নাহিদুল ইসলাম জাবেদ, আবু মো. আরিফ, অভিক দাশগুপ্ত, সাইফুল ইসলাম রুবেল, অনিন্দ্য বৈদ্য সানি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।