সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে আন্তরিক

উন্নয়ন কাজ উদ্বোধনে মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে আন্তরিক। সকল ধর্ম বর্ণের মানুষের কল্যাণে আন্তরিক ও নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার বান্দরবানে
উন্নয়ন কাজের উদ্বোধন ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজী, পার্বত্য উন্নয়ন বোর্ড ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো.মামুনুর রশীদ, রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ প্রমুখ।
পার্বত্যমন্ত্রী পৌরসভার ক্যাচিংঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে ক্যাচিংঘাটা নুর জামে মসজিদ এবং ৫০ লক্ষ টাকা ব্যয়ে ক্যাচিং পাড়া মারমা শ্মশানের চেরাং ঘর এবং সিড়ি নির্মাণ, টংকাবর্তী পুলিশ ক্যাম্পের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। অপরদিকে ক্যাচিংঘাটায় ব্যবসায়ী ওমর ফারুকের উদ্যোগে শীতার্তদের মাঝে ৩৫০ পিচ কম্বল বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট চট্টগ্রামের সুরক্ষা সামগ্রী প্রদান
পরবর্তী নিবন্ধকাঁদলেন মাসুম আজিজ