সরকার নারীদের আত্মকর্ম সংস্থান তৈরীতে আন্তরিক

জাতীয় মহিলা সংস্থার সনদ বিতরণে বক্তারা

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বর্তমান সরকার নারীদের আত্মকর্ম সংস্থান তৈরীতে খুব আন্তরিক, মাঠ পর্যায়ে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় জাতীয় মহিলা সংস্থার নারীদের হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। গতকাল রোববার বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন বাবুল, কাউন্সিলর শাহীন আকতার রোজি, মো. আহমদ ইলিয়াছ, মো. এমদাদ উল্লাহ, অ্যাডভোকেট বেলাল উদ্দীন, কামাল উদ্দীন, আলমগীর খান, ব্যবসায়ী নেতা হাজী মুহাম্মদ নুরুদ্দীন, কৃষ্ণ রানী দাশ, সায়মা নওশীন লুনা, রুশ্নী আকতার, জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শাহানা পারভীন ও নাসরীন সুলতানা। অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে প্রায় ৫০০ জন মহিলার হাতে সনদ বিতরণ ও প্রশিক্ষণের চেক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব