সরকার দেশে সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন : হুইপ সামশুল

পটিয়ায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পটিয়া পৌরসদরে এক শান্তি শোভাযাত্রা বের করা হয়। গতকাল বৃহস্পতিবার পটিয়া কেন্দ্রীয় বিহার থেকে শুরু হওয়া এ শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, সরকার দেশে সকল ধর্মের মানুষের অধিকার ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সুযোগ করে দিয়েছেন। সব ধর্মের অনুসারীদের অনুষ্ঠান পালনে নিরাপত্তা নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, এম এজাজ চৌধুরী, সপু বড়ুয়া, অজিত রঞ্জন বড়ুয়া, অরুন বড়ুয়া দেবু, টিংকু বড়ুয়া প্রমুখ।

শেষে ড.সংঘপ্রিয় মহাথেরোর সঞ্চালনায় ও প্রজ্ঞানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সভায় বক্তব্য রাখেন শরণসেন মহাথেরো, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, জ্ঞান ভিক্ষু, কাজল বড়ুয়া, বিকাশ বড়ুয়া, সুকুমার বড়ুয়া, প্রকৌশলী আশুতোষ বড়ুয়া, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, সরিৎ চৌধুরী সাজু, সীমাজু বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনোমান আল মাহমুদের সাথে চান্দগাঁও সিডিএ আবাসিক কল্যাণ সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশনের সেমিনার