সরকার দেশে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নজির স্থাপন করেছে

আমির ভান্ডার দরবারে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ফ্রি চিকিৎসা সেবা, খৎনা ক্যাম্প , রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী আমির ভান্ডার শাহ তৌহিদীয়া যুব ফোরাম ও আনজুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় এবং ছৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (.) ট্রাস্টের সার্বিক সহযোগিতায় মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা আ.লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, মোহাম্মদ নাছির উদ্দিন বিদ্যুৎ, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, কাউন্সিলর মো. জসিম উদ্দিন, সৈয়দ আসাদুজ্জামান আমিরী তানিম, সৈয়দ মুনাওয়ার মিছবাহ সানজিদ, আবু ছৈয়দ, খোরশেদ গণি, মোহাম্মদ নাছির, চৌধুরী মুজিবুর রহমান,মাহবুবুল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। যা অতীতে কোন সরকার করতে পারেনি। ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় সরকার অনন্য নজির স্থাপন করেছে। এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে। এজন্য আগামীতেও শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে তাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচেম্বার নেতৃবৃন্দের সাথে জেটরো’র প্রতিনিধিদলের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচসিক মেয়রের সাথে বরিশালের নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ