সরকার দেশে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন

প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনে ব্যারিস্টার আনিস

| রবিবার , ৬ জুন, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। অর্থনৈতিক মুক্তির জন্য যখন তিনি কাজ শুরু করেছেন ৭৫ এর ১৫ ই আগষ্ট তাকে নৃশংসভাববে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর সেই অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের সুষ্ঠ নীতি নির্ধারণের কারণে মাছ উৎপাদনে দেশ আজ পৃথিবীর চতুর্থ স্থানে, দুধ উৎপাদনে বিশ্বের ২০তম স্থানে, ছাগলের দুধ উৎপাদনে দেশ ২য় স্থানে রয়েছে। পৃথিবীর উন্নত দেশের সাথে বাংলাদেশ প্রতিযোগী হয়ে কাজ করছে। হাটহাজারী উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক হাটহাজারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাহী অফিসার ও প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আহবান জানান। হাটহাজারী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ডা. রেবেকা সুলতানা স্বপ্না ও মতিনুল হক টিপুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইউনুছ গণি চৌধুী, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,ভেটেনারী সার্জেন্ট আব্দুল্লাহ আল মাসুদ। খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মো. ইউছুপ। সভার আগে তিনি হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে পৌরসভার অদুদিয়া মাদ্রাসায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের উদ্বোধন করেন।
মীরসরাই: মীরসরাই প্রতিনিধি জানান, উপজেলা সদরস্থ ষ্টেডিয়ামে প্রাণী সম্পদ প্রদর্শনী গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দারের সঞ্চালনায় উক্ত মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল খায়ের মো জাহাঙ্গীর ভুইয়া ও প্রাণী সম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। মেলায় উপজেলার বিভিন্ন পর্যায়ের ৪২ টি খামারি অংশগ্রহণ করে।
বাঁশখালী: বাঁশখালী প্রতিনিধি জানান, ‘পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন’ প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে বাঁশখালীতে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে গতকাল শনিবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুর ইসলাম, বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন, জাফর আহমদ, মো. হামিদ উল্লাহ, এস আই নাজমুল হক জয়, এস আই আকতার হোসেন, আক্তার হোসেন, খুরশীদুল হক প্রমুখ।
রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. হারুন অর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান।
বোয়ালখালী : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, সরকারের কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে প্রাণিসম্পদের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। অন্যান্য উপজেলার ন্যায় বোয়ালখালীতেও ব্যাপক হারে উৎপাদন হচ্ছে প্রাণিসম্পদের বিভিন্ন প্রজাতী। গতকাল শনিবার বোয়ালখালী সিরাজুল ডিগ্রী কলেজ মাঠে পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন-স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ও বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষন দাশ, ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মামুন সাগর, বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম, এম এ ঈছা, এস এম জসিম উদ্দিন, শফিউল আজম শেফু, আবছার উদ্দিন হিরা, শেখ শহিদুল আলম, আবদুল মান্নান রানা, সেলিম উদ্দিন, কাজী খোরশেদ মিল্টন, আবদুল মোনাফ মহিন, গিয়াস উদ্দিন সুমন, মাহাবুব আলম, ইকরামুল হক মুন্না প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় ‘দুধ, ডিম, মাংস খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান’ এ প্রতিপ্রাদ্যকে তুলে ধরে গতকাল শনিবার উপজেলা ডাক বাংলো মাঠে অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ প্রর্দশনী মেলা। আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের যৌথ আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. নইফা বেগম, ডা. সেতেরা বেগম। প্রাণিসম্পদ কার্যালয়ের উপ সহকারী দোলন কান্তি দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামিরুল ইসলাম, ফজলুল করিম চৌধুরী বাবুল, নজরুল ইসলাম বকুল, এহসানুল হক, আবু ছিদ্দিক, আবদুল মালেক, আবু ফয়েজ, মাইনুদ্দিন প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি : নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, ‘ব্ল্যাক বেঙ্গল ভাল জাত, ঘুচবে দুঃখ ভরবে পাত’, ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন, গ্রামীণ সমাজের উন্নয়ন’, এরকম অসংখ্য শ্লোগান নিয়ে নাইক্ষ্যংছড়িতে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন শীর্ষক খামারি মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ বখতিয়ার। মাঠ দিবসের সভায় সভাপতিত্ব করেন, বিএলআরআইয়ের মহাপরিচালক ড. আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা এরশাদুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধরাউজান আদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথম স্টুডিও এপার্টমেন্ট প্রকল্প