সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করছে

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করছে। সেইজন্য প্রত্যক ইউনিয়নে ৫ হাজার জনসংখ্যা অধ্যুষিত ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। সেই ক্লিনিক থেকে বিভিন্ন ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার অনুসারে গ্রাম হবে শহর সেই ঘোষণা অনুযায়ী শহরের স্বাস্থ্য সেবার আদলে গ্রামীণ জনগোষ্ঠীর সেবাও নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি গতকাল শনিবার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় কমপ্লেক্সের বিভিন্ন বিষয়াদি তুলে ধরে মাল্টিমিডিয়া মিডিয়া প্রদর্শন করে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ, থানার ওসি রুহুল আমীন সবুজ, ডা. কাউসার আকতার পপি, গড়দুয়ারা ইউ পি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, স্বপ্না রানী দে ও জাহেদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা প্রত্যেক মাসে নিয়মিত করার নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধনফস দমনের মাধ্যমে আত্মশুদ্ধি সম্ভব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকার শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা