আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি নিহতের ঘটনায় এখন পর্যন্ত সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে ইনকিলাব মঞ্চ। জুলাই গণঅভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্লাটফর্মটি রোববার বিকাল ৪টায় ফেইসবুক পোস্টে বলেছে, ‘আজকের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে পদত্যাগ করতে হবে।’ খবর বিডিনিউজের।
এ পোস্টে তারা দুই দফা দাবি জানিয়েছে, ১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিচারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সহকারী উপদেষ্টা খোদা বকসকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে। ২. গোয়েন্দা সংস্থার মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ‘ফ্যাসিস্টের দোসরদের’ চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। এ দিনই বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে।












