সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, করোনার এমন পরিস্থিতিতেও সরকার কর্মহীন মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কর্মহীন মানুষ যাতে খাদ্য সংকটে না পড়েন সে দিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রণোদনা দিয়ে সাহায্য অব্যাহত রেখেছেন। যাতে করে কর্মহীন নিম্ন আয়ের মানুষগুলো না খেয়ে কষ্ট না পায়। গতকাল মঙ্গলবার চান্দগাঁও এলাকায় মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক নুর মোহাম্মদ নুরু, চান্দগাঁও ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেক সাইফু, শামসুল হক, প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।