সরকার এবং আলেম-ওলামাদের সুসম্পর্ক নষ্ট করা যাবে না

মহেশখালীতে এমপি নদভী

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক। উগ্র রাজনীতি চর্চা ও ষড়যন্ত্রের মাধ্যমে সরকার এবং আলেম-ওলামাদের সুসম্পর্ক নষ্ট করা যাবে না। গতকাল সোমবার মহেশখালীর আল জামেয়াতুল আরবিয়া আল ইসলামিয়া প্রকাশ গোরকঘাটা মাদ্রাসা সুধী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে; অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি নদভী এসব কথা বলেন। অপর সংবর্ধিত অতিথি স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসারে বেশ কিছু কার্যকরী উদ্যোগ নিয়েছেন। সাড়ে তিন বছরের শাসনামলে ইসলামের সমপ্রসারণে তিনি অবদান রেখেছেন, তা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া, গোরকঘাটা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মোনায়েম, মাওলানা নেছার আহমদ, মাওলানা সামশুল আলম, মাওলানা ওবাইদুল্লাহ কাদের নদভী, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। এদিন উপজেলার চাইল্লাতলী, নতুনবাজার, ঝাপুয়া মাদ্রাসা ও মসজিদে নূর পরিদর্শন করেন এমপি নদভী। এ সময় আর্থিক অনুদানও প্রদান করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ক্যারিবীয় পর্যবেক্ষক দল