সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে ‘অটিজম স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি ’ এ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নানা কমর্সূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে ছিল আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। সমাজসেবা অফিসার অভিজিৎ সাহার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম উপপরিচালক মো. ফরিদুল আলম। প্রতিপাদ্য বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরী। বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ ডা. ফাহমিদা চৌধুরী, প্রয়াস চট্টগ্রামের অধ্যক্ষ লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ। উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, কামরুল পাশা ভূঁইয়া, উর্বশী দেওয়ান প্রমুখ। প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন। সবশেষে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।