সরকার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার রক্ষায় বদ্ধপরিকর

বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

আজাদী ডেস্ক | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদফতর, চট্টগ্রামের উদ্যোগে ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ প্রতিপাদ্যে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম প্রাঙ্গণে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল অটিজম সংগঠনের দ্বারা উৎপাদিত পণ্য ও সেবার প্রদর্শনী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার এবং সহায়ক উপকরণ বিতরণ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা। ফরহাদাবাদ সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর ও মীরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম উপপরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী,স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বয়সের বাধা দূর করতে হবে। এ সরকার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার রক্ষায় বদ্ধপরিকর। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ ও গীতা পাঠ করেন সমাজসেবা অফিসার পিপলু চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, প্রফেসর (ডা.) বাসনা মুহুরী, ডা. ফাহমিদা আক্তার চৌধুরী, শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ-৩ এর সভাপতি লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু।
পরে প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধমানবসেবায় এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন করে একজনের করোনা শনাক্ত