সরকারের সমালোচনা করলেই দেওয়া হচ্ছে মামলা : শাহাদাত

পাঠানটুলি ওয়ার্ডে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মামলা দিচ্ছে সরকার। একটি স্বাধীন রাষ্ট্রে গণমাধ্যমের কর্মীদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি গতকাল বৃহস্পতিবার ২৩নং পাঠানটুলি ওয়ার্ডে মহিলাদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশের মানুষ আজ সকল গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। কথা বলার স্বাধীনতা নেই। কেন্দ্রীয় মহিলা দলের সহ সাধারণ সম্পাদিকা ফাতেমা বাদশার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, বিএনপি নেতা আবু তাহের, আব্দুল হালিম, আবদুল মান্নান, সুফী মোহাম্মদ ইব্রাহিম, সিরাজুল মোস্তফা, এস.এম শামসুদ্দিন, আকরাম খান, ইব্রাহিম বাসেত, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ হোসেন, মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক সংঘে শহীদ বীরেন্দ্রলাল চৌধুরী স্মরণসভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মায়ের সামনে ছেলে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার