সরকারের যে কেনো ‘ভুল সিদ্ধান্ত’ দেশের গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে ‘সঙ্কটে ফেলতে পারে’ বলে হুঁশিয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার বিকালে ঢাকার আশুলিয়ায় দলের এক প্রতিবাদ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। খবর বিডিনিউজের।
তারেক বলেন, ‘আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদের রক্তের বিনিময়ে পরাজিত পতিত পলাতক বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওঁৎ পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সঙ্কটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এ ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।’
জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়া থানা সংলগ্ন লাশ পোড়ানোর স্থানে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। গত বছর ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পূর্বক্ষণে পুলিশের গুলিতে নিহতদের লাশ ভ্যানে করে পুড়িয়ে ফেলা হয়। এ বিষয়ে একটি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।