বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সরকার দেশের জনগণকে ভয় দেখিয়ে ঘরে রাখতে চাচ্ছে। এ সরকারের কাছ থেকে কোনো কিছু পাব এটা আশা করা যায় না।
গতকাল মঙ্গলবার হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ মনস্থির করে ফেলেছে। সরকারের বিরুদ্ধে বিএনপির যে আন্দোলন শুরু হয়েছে, তার পক্ষে জনমত স্পষ্ট হয়ে গেছে। এখন কীভাবে সরকারের পতন হবে, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আন্দোলন শুরু হয়ে গেছে। ফয়সালা হবে রাজপথে। নেতা কর্মীদেরকে একতাবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি। পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেনের সভাপতিত্বে ও গিয়াসউদ্দিন এবং মো. অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য অধ্যাপক ইউনুস, আবুল হাসনাত, সেলিম, ডাক্তার রফিকুল আলম চৌধুরী, মো. ইকবাল চৌধুরী, মো. আব্দুল শুক্কুর, মো. আইয়ুব খাঁন, মো. ইলিয়াস চৌধুরী, মো. নাছির উদ্দীন, মো. আকবর আলী, গাজী সাইফুল ইসলাম টুটুল, মুরাদ চৌধুরী, নুরুল হুদা, সাখাওয়াত হোসেন শিমুল, মনিরুল আলম জনি, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।