লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধনা সভায় সাতকানিয়া – লোহাগাড়া আসনের সংসদ সদস্য আব্দুল মোতালেব বলেছেন, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের মাধ্যমে জনসাধারণের জীবন মানকে উন্নত করেছে। সরকার কেবল উন্নয়নে বিশ্বাসী নয় বরং সুষম ও টেকসই উন্নয়নে গুরুত্ব দেয়। শেখ হাসিনার শাসনামলে দেশ এগিয়ে গেছে দুর্বার গতিতে। সরকারের পরিকল্পিত উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের জনগণ ভোগ করছে। গতকাল রোববার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন। এতে সংসদ সদস্য আব্দুল মোতালেব এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে সংবর্ধিত করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসহাব উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন হিরু, মামুনুর রশিদ, মোরশেদুর রহমান, মুজিবুর রহমান, আবুল কালাম আজাদ,মিয়া মোহাম্মদ শাহজাহান, তৌহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, তানজীর জিহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












