‘সরকারের ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে পাহাড়-সমতল’

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৪৬ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পাহাড়ি জনপদ। সরকার এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়নে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। সরকারের গৃহিত প্রকল্পগুলোতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে বান্দরবান জেলা সদরের হাফেজ ঘোনায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বায়তুশ শরফ জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ, পৌর কাউন্সিলর কামরুল হাসান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীর বাহাদুর আরও বলেন, তিন পার্বত্য জেলার সবগুলো উপজেলায় ও ইউনিয়নে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। পাহাড়ে বিগত বিশ বছরে সবক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাহাড়সমতল সবখানেই উন্নয়ন কাজ চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অন্যতম হাতিয়ার সংস্কৃতি : অর্থ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪১তম সিন্ডিকেট সভা