রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, ১৯৯৬ সালে প্রথম রাজনীতির মাঠে নেমে রাউজানবাসীর কাছে যেই ওয়াদা করেছিলাম সেই ওয়াদা পূরণ করেছি। মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে জীবনের ২৮টি বছর আমার পরিবারকে সময় দিতে পারিনি। এই সময়ে রাত জেগে কাজ করেছি বিধ্বস্ত রাউজানকে নতুন করে গড়ে তুলতে ও খুন, সন্ত্রাস, চাঁদাবাজদের তাড়িয়ে এই উপজেলাকে শান্তির জনপদ হিসাবে প্রতিষ্ঠা করতে। এই উপজেলার মানুুষের কল্যাণে সবকিছু মনের মত করে সাজিয়েছি। এসব করা সম্ভব হয়েছে আমার ত্যাগ ও শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা থাকার কারণে। রাউজানের এই শান্তি, সমৃদ্ধি ধরে রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে এই সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তা করতে না পারলে আবারও রাউজানে খুন, সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে। আবারও চাঁদাবাজদের স্বর্গরাজ্যে পরিণত হবে।
গতকাল শুক্রবার রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নে সরকারি ভাতাভোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। যুবলীগ নেতা ইমতিয়াজ আহামদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, ডা. নুর মোহাম্মদ, আবদুস সালাম, সাহাদাত হোসেন, সুমন বড়ুয়া, আলী হোসেন, ছোটন বড়ুয়া প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন ওসি আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যন বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, অংশুমান বড়ুয়া, আজম খান প্রমুখ।










