দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে গতকাল নগরে দোয়া মাহফিল করেছে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং সামপ্রতিক ছাত্র–জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
দক্ষিণ জেলা বিএনপি : দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপত্বি আবু সুফিয়ান। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। এ সময় আবু সুফিয়ান বলেন, ছাত্র–জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে পতিত ও পলায়নকারী আওয়ামী লীগ সরকারের দাম্ভিকতা ও প্রতিহিংসার শিকার হয়েছিলেন গণ–মানুষের ভরসাস্থল বেগম খালেদা জিয়া। খুনি শেখ হাসিনা তাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখে জীবন বিপন্ন করার চক্রান্ত করেছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট এস এম ফোরকান, এম মন্জুর উদ্দীন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, লায়ন নাজমুল মোস্তফা আমিন, মোস্তাফিজুর রহমান, আবু মোহাম্মদ নিপার, খোরশেদ আলম, হুমায়ুন কবির আনসার, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আজগর, মনজুর আলম তালুকদার, কামরুদ্দিন সবুজ, মাওলানা হাফেজ ফোরকান, হাফেজ জাবের হোসাইন চৌধুরী, রেজাউল করিম নেছার, মোহাম্মদ মহসিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, শফিকুল ইসলাম রাহী, আবদুল মাবুদ, হারুনুর রশীদ চৌধুরী, শরীফ উদ্দীন চৌধুরী, আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির উদ্দীন, আবদুল মন্নান তালুকদার, আবুল হোসেন বাবুল, মামুনুর রশীদ মামুন, আবু আহমেদ, রাসেল চৌধুরী, ইয়াসির আরাফাত ইয়াসিন, মীর জাকের আহমেদ, শফিউল করিম, সেলিম চৌধুরী, আবু নোমান চৌধুরী, মাওলানা মোহাম্মদ হোসাইন উদ্দীন, সোহেল সওদাগর, মোহাম্মদ ফিরোজ, আরেফিন রিয়াদ, এস.এম নয়ন, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান, নূর শাহেদ খান রিপন, সদস্য ফয়সাল সিকদার সোহান, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ হারুন, আবদুল্লাহ আল নোমান জিহাদ।
এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি : গতকাল বাদে জুমা এনায়েত বাজার শাহী জামে মসজিদে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, আওয়ামী লীগ একটি খুনি, ক্ষমতা লোভী দল। ক্ষমতায় টিকে থাকতে বার বার শেখ হাসিনা তার হাতকে রক্তাক্ত করেছে। আল্লাহ তাদের চোখের সামনে দেখিয়ে দিল ক্ষমতা চিরস্থায়ী নয়। বেগম জিয়া সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি সাহসে অবিচল ছিলেন। বিশ্বের কোনো নারী নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই–সংগ্রাম করেননি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আবুল মালেক, আলমগীর আলী, আলী আব্বাস খান, আলী মর্তুজা খান, মো. সেলিম, মাহাবুব আলম রানা, এনামুল হক এনায়েত, মুছা আলম, এনামুল হক রাজু, মো দুলাল, মো. সেন্টু, কামাল উদ্দিন, ওয়াহেদুল আলম রাহাত, আবদুল কাদের, মো. আজিম, মুক্তার, তারেক আহমেদ, মোহাম্মদ হাসান, মো জহির আহমেদ, মো. সমশের, আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল মানিক, আবু সালেহ আবিদ, আলি আক্কাস খান, ইমরান শরিফ, সাইদুল ইসলাম ফয়সাল, মো. সাইফুল ও আনিসুল ইসলাম রুবেল।
নগর যুবদল : গতকাল বায়েজীদ বোস্তামী মাজার সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করে নগর যুবদল। এতে প্রধান অতিথির বক্তব্যে নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছিল খুনি হাসিনা। তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার চেষ্টা করে। আদালতকে ব্যবহার করে খুবই ন্যাক্কারজনক ভাবে বেগম জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন, যা বাংলাদেশের জনগণ আজো ভুলেনি। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। বাংলাদেশের জনগণ শ্রদ্ধাভরে তাদের আজীবন স্মরণ রাখবে।
সিনিয়র সহ–সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, অরূপ বড়ুয়া, সেলিম উদ্দিন রাসেল, জাফর আলম খোকন, মো. শাহেদুল ইসলাম, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, সিরাজুল ইসলাম শিকদার, আশরাফ উদ্দিন, সদস্য শাবাব ইয়াজদীন, সাইদুল হক সিকদার, মনজুরুল আলম মঞ্জু, মোহাম্মদ আলী, মোহাম্মদ হাসান, সাদেক আহমদ, আনোয়ার হোসেন, মেহেদী হাসান মোহাম্মদ সানি।
নগর স্বেচ্ছাসেবক দল : গতকাল নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মহফিলে সংগঠনের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, সাজানো মিথ্যা মামলায় বেগম জিয়া ৭ বছর জেল কেটেছেন। প্রিয়নেত্রীকে তাঁর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। চিকিৎসকরা বার বার বলা স্বত্তেও উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজকে ফ্যাসিস্ট খুনী হাসিনা তার সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের জন্য পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহসভাপতি আসাদুজ্জামান দিদার, সেলিম রেজা, হারুন আল রশিদ, মামুনুর রহমান, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, সিরাজুল ইসলাম, এম. আবু বক্কর রাজু, তারেক আহম্মেদ, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, ইসহাক খান, নাছির উদ্দিন, সাইফুল আলম দিপু, মিজানুর রহমান সাইফুল, আকবর হোসেন মানিক, হারুনুর রশিদ মনি, জহির ইসলাম, জাহিদুল ইসলাম, আলতাফ হোসেন, ইউসুফ সুমন, এন মোহাম্মদ রিমন সাজিদ হাসান রনি, শফিউল আলম শফি, আনিসুজ্জামান পাটোয়ারি টুটুল, হাসান মাহমুদ, দুলাল মিয়া, মো. শহীদুজ্জামান, আব্দুর রশিদ টিটু, মো. পারভেজ, জহুরুল ইসলাম জহির, মীর কাশেম, মিনহাজ উদ্দিন সোহেল, সাদ্দাম হোসেন, সাঈদ ইসলাম বাপ্পি, শাহালম, মোক্তার হোসেন।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট : চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে পলিটেকনিক জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহ্িফল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জমির উদ্দিন নাহিদ, আসিফ চৌধুরী লিমন, কামরুল হাসান বিল্লাল হোসেন বাবু, মোহাম্মদ হানিফ, হাসিনুর রহমান, আরিফুল ইসলাম ইরফান, তারেক হোসেন।
ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি : আবু ছৈয়দ দোভাষ জামে মসজিদে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের মিলাদ মাহফিলে অংশ নেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, আকতার খান, মোহাম্মদ সাদেকুর রহমান রিপন, নূর মোহাম্মদ, মোহাম্মদ খান, সাইফুদ্দিন মীর্জা, আবদুর রাজ্জাক, রমজান আলী, মেজবাহ উদ্দিন মিন্টু, ইকবাল শরীফ, আরিফ সোহেল, শফি সওদাগর, আবুল বশর, মোহাম্মদ রুবায়েত, মোহাম্মদ ইফতেখার, জাহেদুল হক সোহেল, মোহাম্মদ সাইফুল, কুতুবউদ্দিন মুন্না, মোহাম্মদ রাকিব, আতিকুর রহমান, মোহাম্মদ নুরু, শহিদুল্লাহ রনী, মোহাম্মদ কবির, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, মোহাম্মদ সালমান, সালাউদ্দিন ও মোহাম্মদ আরাফাত।
কোতোয়ালী থানা : এনায়েত বাজার শাহী জামে মসজিদে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাসান সোনামানিকের সভাপতিত্বে ও ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক সানির সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আবদুল মালেক। উপস্থিত ছিলেন সুমন, এলভিন, মো. আনিস, মো. অনিক, জ্যাকি, দিপু, ইয়ামিন, আরমান, সাজ্জাদ, রানা।
পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি : বাড়াইপাড়া হাজী রমজান আলী মসজিদে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাড়াইপাড়া ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইলিয়াছ শেকু, আফিল উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, ম. হামিদ, গোলজার হোসেন, এম. আবু বক্কর রাজু, মোহাম্মদ সেলিম, সাজিদ হাসান রনি, মো. রেজওয়ান, শামশুল ইসলাম, মো. সরোয়ার, মিনহাজ উদ্দিন সোহেল, মো. কায়সার, আনোয়ার হোসেন, মো. শাহালম, মো. রনি ও সাফায়েত হোসেন সোহান।
৩০নং পূর্ব মাদারবাড়ি ওর্য়াড বিএনপি : শেখ হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে সদরঘাট থানার আওতাধীন, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওর্য়াড বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন, মশিউল আলম স্বপন। এসময় আরও উপস্থিত ছিলেন মো. খোরশেদ আলম, কাওসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল, মো. শাহ আলম, তসলিমুর রহমান, জাহেদুর রহমান, সিরাজ মিয়া মানু, মো. আলী হোসেন, আমির হোসেন, আবু তাহের, ফারুক আহমেদ, মো. হাসান, কোমল জ্যোতি বড়ুয়া, আবু তালেব লিটন, হাফিজউদ্দিন সুমন, নাজিম উদ্দীন আব্দুল আহাদ, বাবুল হোসেন প্রমুখ।