সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে

মাসিক উন্নয়ন সমন্বয় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক

| বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করতে গিয়ে যদি কোন সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে হবে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকারের যে সকল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে সেগুলো আন্তরিকতার সাথে দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে। সরকারের কোন কাজে অবহেলা করা যাবে না।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করেন এবং ও তাদেরকে জনগণের জন্য কাজ করার তাগিদ দেন জেলা ম্যাজিস্ট্রেট। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিমে সারা বাংলাদেশে চট্টগ্রাম জেলার প্রথম স্থান অর্জন করায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসি।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফেরদৌস আনোয়ার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল, উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল (রাউজান), আবুল কাশেম চিশতী (রাঙ্গুনিয়া), ফারুক চৌধুরী (কর্ণফুলী), মোঃ জাহেদুল হক (বোয়ালখালী), মোঃ এনায়েত হোসেন (মিরসরাই), মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (সীতাকুন্ড), এসএম আনোয়ার হোসেন (সন্ধীপ), ইউনুস গণি চৌধুরী (হাটহাজারী), মোঃ নাজিম উদ্দিন মুহুরী (ফটিকছড়ি), জসিম উদ্দিন আহমেদ (চন্দনাইশ), কাজী মোজাম্মেল হক (আনোয়ারা), উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম (সীতাকুন্ড), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মোঃ মোজাম্মেল হক চৌধুরী (ফটিকছড়ি), অংগ্যজাই মারমা (রাউজান), মোঃ রায়হান মেহেবুব (রাঙ্গুনিয়া), ইমরান হোসাইন সজীব (বোয়ালখালী), মিল্টন বিশ্বাস (সাতকানিয়া), মোঃ আলাউদ্দিন ভূঁঞা (পটিয়া), মিল্টন বিশ্বাস (চন্দনাইশ), মুঃ ইনামুল হাছান (লোহাগাড়া), মাসুমা জান্নাত (কর্ণফুলী), মোঃ ইশতিয়াক ইমন (আনোয়ারা), জেসমিন আক্তার (বাঁশখালী), পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ (রাউজান), বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম (সীতাকুন্ড), মুঃ মাহাবুবুল আলম (চন্দনাইশ), মোহাং জহুরুল ইসলাম (বোয়ালখালী), মোঃ গিয়াস উদ্দিন (মিরসরাই) প্রমূখ। জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভেঙে গেছে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার, দুর্ঘটনার শঙ্কা
পরবর্তী নিবন্ধকাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল শুক্কুরের ইন্তেকাল